নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩১ পিএম
নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিদ্দিকুল আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। তফসিল ঘোষণার পর ভোট গ্রহণের নির্ধারিত সময়ের তিন সপ্তাহের আগেই নির্বাচনী গণসংযোগ ও স্লোগান দেওয়ার মাধ্যমে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা গেছে,শনিবার ২৭ ডিসেম্বর বিকেলে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়ার পর প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে কিশোরগঞ্জ বাজারে নির্বাচনী গণসংযোগ করেন জাপা প্রার্থী সিদ্দিকুল আলম। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ‘লাঙ্গল,লাঙ্গল’ স্লোগান দিতে দেখা যায়। গণসংযোগটি কিশোরগঞ্জ বাজার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। গণসংযোগ শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এদিকে তফসিলভুক্ত নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য প্রার্থী ভোট গ্রহণের কমপক্ষে তিন সপ্তাহ আগে প্রকাশ্য সভা,মিছিল, স্লোগান কিংবা গণসংযোগসহ কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। এ নিয়মের ব্যত্যয় ঘটায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তিনি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে আর জড়াবেন না বলে ক্ষমা প্রার্থনা করেছেন। প্রাথমিকভাবে তাকে সতর্ক করা হয়েছে। তবে ভবিষ্যতে যদি পুনরায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে,তাহলে নির্বাচনী আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের আরও কঠোর অবস্থান প্রয়োজন।