ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষনা দিলেন গণঅধিকার পরিষদের

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩১ পিএম
ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষনা দিলেন গণঅধিকার পরিষদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন  গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী আনোয়ার হোসেন সোহাগ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে লালপুর উপজেলার গৌরীপুরের বাসভবন চত্বরে    বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সাথে অর্ধশত নেতাকর্মীদের নিয়ে সৌজন্যে সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা দেন।তিনি বলেন আমরা ফারজানা শারমিন পুতুলের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আজ থেকে মাঠে থাকব এবং লালপুর-বাগাতিপাড়া উপজেলার গণঅধিকার পরিষদের সকল নেতাকর্মীকে এই আহ্বানে সাড়া দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

এসময় নাটোর-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল তাদের সাধুবাদ জানিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিল্টন হোসেন, যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব, বাগাতিপাড়া উপজেলা গণধিকার পরিষদের সভাপতি মোঃ জাকির হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, লালপুর উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মজনু সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ মাহাবুর রহমান, বাগাতিপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ অন্তর হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধরণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম ও উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আবু রায়হান  প্রমুখ।