দেলদুয়ারে ছিন্নমূল-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৬ পিএম
দেলদুয়ারে ছিন্নমূল-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলের দেলদুয়ারে ছিন্নমূল-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে উপজেলা প্রশাসন। সন্ধ্যা থেকে গভির রাত পর্যন্ত তীব্র শীত উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী শীতার্থ মানুষের পাশে গিয়ে দাড়াচ্ছেন এবং শীত বস্ত্র গায়ে জড়িয়ে দিচ্ছেন। শনিবার দেলদুয়ার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩’শতাধিক মানুষের মাঝে তিনি শীত বস্ত্র বিতরণ করেছেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা রওশন করিম, থানা পুলিশের প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যুথী বলেন, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে উপজেলায় ২ হাজার ৬শত কম্বল পর্যায়ক্রমে বিতরণ করা হবে। তীব্র শীতে শীতার্থ মানুষের পাশে দাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিও আহবান জানান তিনি।   

আপনার জেলার সংবাদ পড়তে