কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়ে কর্মশালা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৮ পিএম
কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়ে কর্মশালা

কয়রায় পলিথিন ও প্লাস্টিক দুষন প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় বিষয় নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । রোববার  (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন  ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সভাপতি নিরপদ মুন্ডা। কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ, ব,ম আঃ মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর সুন্দরবনের সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহমেদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ তোরাব আলী উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম আকরাম হোসেন, কয়রা বাজার কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী, আমাদী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ সানা, রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী অনুপ কুমার রায়, কয়রা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, মোঃ জালাল উদ্দীন, ননী গোপাল মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন,প্লাস্টিক ও পলিথিন এখন পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আমাদের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের বর্জ্য মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই দূষণ রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। আলোচনা শেষে ব্যবসায়ীদের মাঝে

পরিবেশ বান্ধব চটের ব্যাগ বিতরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে