সিংড়ায় ছাত্রদলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৩ পিএম
সিংড়ায় ছাত্রদলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

নাটোর-৩ সিংড়া আসনে বিএনপি মনোনিত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। রোববার সিংড়া গোডাউনপাড়া মহল্লায় উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন, কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচিত ভিপি শেখ রিফাত মাহমুদ ও শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সোয়াইব ইসলাম। কর্মশালায় উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, মীর হাবিব, সিংড়া পৌর ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজল সরকার, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির আগামীতে পরিকল্পনা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া সহ মোট আটটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থিত ছাত্রদল নেতাকর্মদের প্রশিক্ষণ প্রদান করা হয়।