ঈদগাঁও উপজেলায় জুনিয়র (অষ্টম মান), ইবতেদায়ী ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮ ডিসেম্বর রোববার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নতুন উপজেলায় প্রথমবার ২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। ২ কেন্দ্রে ইবতেদায়ী (৫ ম) সহ সর্বমোট ৬৫৮ পরীক্ষার্থীদের মধ্যে ৫৯৭ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৬১ জন। ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহিউদ্দিন এবং ঈদগাঁও থানার একজন পুলিশ পরিদর্শক কেন্দ্র দু'টি পরিদর্শন করেছেন।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অফিস তত্ত্বাবধায়ক আনিসুর রহমান ও সহকারি মোহাম্মদ আলম জানান, ঈদগাহ (কোড ৩৫৬) কেন্দ্রে ৯ টি বিদ্যালয়ের ১৫৪ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৪০ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ১৪ জন। এ কেন্দ্রে সর্বোচ্চ বৃত্তি পরীক্ষার্থী ছিল ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের। যার সংখ্যা ছিল ৪২ জন। এর মধ্যে ছাত্র ২৫ এবং ছাত্রী ছিল ১৭ জন। সর্বনিম্ন শিক্ষার্থী ছিল দারুল ফাতাহ একাডেমীর। যার সংখ্যা ছিল মাত্র তিনজন। এর মধ্যে একজন ছিল ছাত্রী। তার মতে এ কেন্দ্রে কেউ বহিষ্কার হয়নি।
তিনি আরো জানান, এ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যুব উন্নয়ন অফিসার মোঃ ইলিয়াছ মিয়া, কেন্দ্র সচিব খুরশীদুল জন্নাত, হল সুপার গিয়াস উদ্দিন এবং সহকারি হল সুপার নজরুল ইসলাম হোসাইনী।
তিনি আরো জানান, প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে একটায় শেষ হয়। পরীক্ষার মোট বিষয় সংখ্যা পাঁচটি। বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলা, ইংরেজি এবং গণিতের পূর্ণমান নম্বর হচ্ছে ১০০। আর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচিতির নম্বর হচ্ছে ৫০ করে। তার কেন্দ্রে পর্যবেক্ষক ছিলেন ৬ জন এবং কক্ষ সংখ্যা ছিল তিনটি। উপজেলায় স্কুল পর্যায়ে ভেন্যু ছিল এ একটি। নিরাপত্তার দায়িত্বে ছিল ঈদগাঁও থানার দু'জন পুলিশ সদস্য। জানা গেছে, সোমবার ইংরেজি, মঙ্গলবার গণিত এবং বুধবার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাদ্রাসা পর্যায়ে আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে মোট ১৮ টি মাদ্রাসা অংশ নেয়। ইবতেদায়ীর ৩১৬ জনের মধ্যে ২৯৬ জন এবং দাখিল ৮ ম শ্রেণির ১৮৮ জন পরীক্ষার্থীদের মধ্যে ১৬১ জন অংশ নেয়। এ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার। কেন্দ্র সচিব অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী ও হল সুপার মৌলানা মনছুর আলম। প্রথম দিনের পরীক্ষার বিষয় ছিল বাংলা। উপজেলা একাডেমিক সুপারভাইজার জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা কিছুদিন পেছানো হয়েছে।