শহীদ হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫০ পিএম
শহীদ হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্র-জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে। নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদ সংলগ্ন এলাকায় রবিবার বিকেল তিনটা থেকে অবরোধ শুরু হয়।  এতে মহাসড়কের দুইপ্রান্তে শত শত যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন আটকে পড়ায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা দাবি করেন, হত্যায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচার কার্যকর করতে হবে। তারা আরো জানিয়েছেন, প্রশাসনের আশ্বাস তাদের আর সন্তুষ্ট করতে পারবে না। 

বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপত্র ওসমান বিন হাদি আমাদের ভাই। দিনের আলোতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, অথচ খুনিদের এখনও ধরা যায়নি। আমরা চাই দৃশ্যমান বিচার।

বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং আন্দোলনকারীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে কথাবার্তা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে