পরিবেশ রক্ষায় আমতলীতে মানববন্ধন কর্মসূচি পালন

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ পিএম
পরিবেশ রক্ষায় আমতলীতে মানববন্ধন কর্মসূচি পালন

'প্লাস্টিক নয় প্রকৃতি বাঁচাও, প্লাস্টিক দূষণ রোধ করি' এই স্লোগান নিয়ে পরিবেশ রক্ষার দাবিতে রোববার বিকেল সাড়ে চারটায় আমতলির পায়রা নদীর তীরে শতাধিক তরুণ এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এনএসএস একশন এইড এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। 

পরিবেশ কর্মী মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। সবাই আরো বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক আবু জিয়াদ, উন্নয়ন কর্মী তাজমেরি লিখন, উন্নয়ন কর্মী মো. মনোয়ার হোসেন, মোহাম্মদ জয় ও মিতু রানী। 

মানব বন্টন শেষে তরুণরা নদীর তীরবর্তী প্লাস্টিক ও পলিথিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। 

এ সময় তারা প্লাস্টিক ও পলিথিন জমা দিয়ে একটি করে সাবান উপহারের ঘোষণা করেন।