আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র জমা দিলেন ১৫০.ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া সংসদীয় আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী অধ্যাপক মো: জসিম উদ্দিন।
(২৮ ডিসেম্বর) রোববার বিকালে ফুলবাড়িয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও কার্যালয়ে অধ্যাপক মোঃ জসিম উদ্দিনের মনোনয়ন পত্র জমা দেন ।
এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহে সংসদ সদস্য পদের মনোনয়ন পত্র জমা দেওয়ার মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করলেন।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন অধ্যাপক মো:জসিম উদ্দিনের, মনোনয়ন ফরম উত্তোলনের মধ্য দিয়ে সূচিত হলো এক নতুন প্রত্যাশার অধ্যায়।
শিক্ষা, সততা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী, আমরাই প্রথম মনোনয়ন জমা দিয়েছি আপনারা সকল ষড়যন্ত্র ছিন্ন করে, আপনারাই বিজয় ছিনিয়ে আনবেন ইনশাল্লাহ
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া ঐক্যবদ্ধ জনতাসহ
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষী।