কালীগঞ্জে ধান চাষে পানি সাশ্রয়ের উপর ২৫ কৃষক কৃষাণী পেল কৃষি প্রশিক্ষণ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৮ পিএম
কালীগঞ্জে ধান চাষে পানি সাশ্রয়ের উপর ২৫ কৃষক কৃষাণী পেল কৃষি প্রশিক্ষণ

ঝিনাইদহের কালীগঞ্জে জলবায়ু সহিষ্ণু ও কার্যকারী কৃষি কৌশল নির্ভর পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় ২৫ কৃষক কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলার কোলা ও জামাল ইউনিয়নের ২৫ কৃষক-কৃষাণীকে  এ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে ভেজা-শুকনা (অডউ) পদ্ধতিতে আধুনিক ও পানি সাশ্রয়ী উপায়ে ধান চাষাবাদ বিষয়ক ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস এ প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।  প্রশিক্ষণ প্রদান করেন, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহাবুব আলম রনি, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, জীবননগর কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (অবসর) মতিয়ার রহমান প্রমুখ। 

উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট এবং শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর, ২নং জামাল, ৩নং কোলা ও ৪নং নিয়ামতপুর ইউনিয়নে জলবায়ু সহিষ্ণু ও পানি সাশ্রয়ী কৃষি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে কোলা ও জামাল ইউনিয়নের নির্বাচিত ২৫ জন কৃষক কৃষাণী এই প্রশিক্ষণ গ্রহণ করেন। এর আগে ২৩ ডিসেম্বর সংগঠনের ট্রেনিং সেন্টারে অনুরুপ এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে