লক্ষ্ণীপুর-৪ (রামগতি-কমলনগর) ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্ণীপুর) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৫ পিএম
লক্ষ্ণীপুর-৪ (রামগতি-কমলনগর) ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্ণীপুর-৪ (রামগতি-কমলনগর) সংসদীয় আসনে ৩ স্বতন্দ্রসহ ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রামগতি ও কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রার্থী কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহসম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় সমাজতান্ত্রীক দল-জেএসডি মনোনীত(তারা) প্রার্থী দলটির কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া ফেরদৌসী (তানিয়া রব), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা খালেদ সাইফুল্যাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (দাড়িপাল্লা) প্রার্থী আশরাফুর রহমান হাফিজ উল্যাহ, বাংলাদেশর সমাজতান্ত্রিক দল-বাসদের মানোনীত (কাচতে) প্রার্থী মিলন মন্ডল, স্বতন্ত্র প্রার্থী রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা বিএনপির সদস্য এ এন এম মঞ্জুর মোর্শেদ জুয়েল, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী। 

রামগতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিলুফা ইয়াসমিন নিপা ও কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাহাত-উজ-জামান তথ্য নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে