সৈয়দপুরে দোয়া মাহফিল শেষে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ পিএম
সৈয়দপুরে দোয়া মাহফিল শেষে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার। ২৯ ডিসেম্বর এক দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি। দোয়া মাহফিল শেষে তিনি দলের নেতাকর্মী সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এ আসনের সহকারী রিটার্নিং অফিসার ফারাহ ফাতেহা তাকমিলার কার্যালয়ে।

নীলফামারী-৪ (সৈয়দপুর - কিশোরগঞ্জ) আসনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতিকের প্রার্থী সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে ছিলেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, এ্যাড.এস এম ওবায়দুর রহমান, সহ-সভাপতি সুমিত কুমার আগরয়াল,সাধারণ সম্পাদক শাহিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু ও জেলা বিএনপির সদস্য শওকত হায়াত শাহ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে