আশাশুনি উপজেলার ১০নং বৈকরঝুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০.৩০ বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক শাকিলা খানমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিটিএ সভাপতি আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন বিএনপির শোভনালী ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংবাদিক আব্দুর রাজজাক। এছাড়া সহকারী শিক্ষক মো: ছায়ফুল ইসলাম, জেসমিন আরা, তাছলিমা পারভীন, জাহানারা খাতুন, জাকির হোসেন, তায়জুল ইসলাম, রোজিনা খাতুন, অফিস সহকারী হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ওয়ারী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। সান সাইন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সিইও শরিফুল ইসলামের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।