নাটোরের লালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি-২০২৬) বিকেলে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল এর বড় ছেলে ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ ইয়াসির আরশাদ রাজন। দোয়া মাহফিল অনুষ্ঠানে ডাঃ রাজন বলেন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী। তিনি তার জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। তার এই আদর্শ ও সংগ্রামী নেতৃত্ব নতুন ও প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ডাঃ রাজন আরো বলেন, একজন প্রকৃত নেতা হতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো দেশপ্রেম, সাহস ও আদর্শে অবিচল থাকতে হবে। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সেই সাথে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।