রাজধানীর কারওয়ান বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, এই ধরনের ঘটনা দেশের চলমান নির্বাচনী প্রক্রিয়া বা সামগ্রিক পরিবেশকে ক্ষুণ্ন করবে না।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ দাবি করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে। তবে তিনি জোর দিয়ে বলেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে একটি গোষ্ঠী অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের সব রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা সরাসরি নির্বাচন কমিশনকে জানানো উচিত। তাঁর ভাষায়, “নির্বাচন কমিশন এ বিষয়ে দেখভাল করার এখতিয়ার রাখে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়েও কথা বলেন দলটির এই শীর্ষ নেতা। তিনি স্পষ্ট করে জানান, এই সফর কোনো নির্বাচনি প্রচারণা নয়। সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। এখানে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।”
দলের ভেতরে বিদ্রোহী প্রার্থী ইস্যুতে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। সালাহউদ্দিন আহমদের ভাষায়, “বিএনপি একটি বড় দল। অনেক যোগ্য নেতাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে আরও কঠোর সিদ্ধান্ত আসবে।”
উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাতে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওই সময় তাঁর সঙ্গে থাকা তেজগাঁও থানা ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।