কমলগঞ্জে জনসচেতনতামূলক কার্যক্রমে জেলা প্রশাসক

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৬, ০৭:১১ পিএম
কমলগঞ্জে জনসচেতনতামূলক কার্যক্রমে জেলা প্রশাসক

মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতামুলক প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। গত কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক উঠান বৈঠক অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ওসি আব্দুল আওয়াল, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা ও মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার প্রমুখ। এ সময় স্থানীয় ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।