কয়রায় আদিবাসী সম্প্রদায়ের মাঝে শীত বস্ত্র বিতরন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৫, ০৫:১১ পিএম
কয়রায় আদিবাসী সম্প্রদায়ের মাঝে শীত বস্ত্র বিতরন

কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে  ও৷ জাতীয় আদিবাসী পরিষদ এবং  পরিত্রানের সহযোগিতায় আদিবাসী মুন্ডা ও মাহাতো পরিবারের সদস্যদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) বেলা ১১ টায় উত্তর বেদকাশি বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই শীত বস্ত্র বিতরন করা হয়। শীত বস্ত্র বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন  বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরদার মতিয়ার রহমান, প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির, খুলনা জেলা জাতীয়  আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, পরিত্রানের প্রজেক্ট  অফিসার মোঃ আলাউদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, নারী নেত্রী ফাল্গুনী মন্ডল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে