আগামীর বাংলাদেশ মদিনা সনদের ভিত্তিতে পরিচালনার আহ্বান—পয়ামে ইনসানিয়াতের দাওয়াহ কনফারেন্সে ইবি ভিসি আগামীর বাংলাদেশকে ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তিপূর্ণ কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মদিনা সনদের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও চিন্তাবিদগণ। শনিবার (১০ জানুয়ারী) বিকেলে কুষ্টিয়া সদর মডেল মসজিদ অডিটোরিয়ামে “মদিনা সনদ : কল্যাণ ও মানবিক সমাজ গঠনের আদর্শ মডেল” শীর্ষক এক গুরুত্বপূর্ণ ইসলামিক দাওয়াহ কনফারেন্সে এ আহ্বান জানানো হয়। মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) প্রতিষ্ঠিত দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কনফারেন্সটির আয়োজন করা হয়। সংগঠনটির জেলা শাখার আমির মাওলানা মুহাম্মাদ মুশাররফ হুসাইন এর সঞ্চালনায় এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মোঃ সিরাজুল হক এর সভাপতিত্বে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের অভিভাবক পরিষদের সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রহমান আনওয়ারী। কনফারেন্সে কী-নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। কী-নোট প্রবন্ধে তিনি বলেন—‘মদিনা সনদ কোনো নির্দিষ্ট সময়ের দলিল নয়; বরং এটি মানবিকতা, ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সহাবস্থানের এক চিরন্তন রাষ্ট্রীয় দর্শন। আগামীর বাংলাদেশ গঠনে মদিনা সনদের আদর্শ বাস্তবায়নই হতে পারে টেকসই শান্তি ও কল্যাণের পথ।’প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন—‘মদিনা সনদ মানবসভ্যতার ইতিহাসে একটি যুগান্তকারী দলিল। বহুধর্মীয় ও বহুজাতিক মানব সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের যে অনন্য মডেল এটি উপস্থাপন করেছে, তা আজকের বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে আরও বেশি প্রাসঙ্গিক।’গেস্ট অব অনার অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রহমান আনওয়ারী বলেন—‘মদিনা সনদ কেবল ইসলামী ইতিহাসের অংশ নয়; এটি আধুনিক সংবিধান, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের মৌলিক দর্শনের এক শক্ত ভিত্তি।’অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি কুষ্টিয়া জেলার সভাপতি মাওলানা ইব্রাহিম হুসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান ও সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফুজ্জামান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা আবু সুফিয়ান, হুফফাজুল কুরআন মিরপুরের সভাপতি হাফেজ মাওলানা বরকতুল্লাহ, বিআরবি মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা মিজানুর রহমান খান, বিশিষ্ট আলোচক মুফতি আনোয়ারুল ইসলাম জিহাদি, পয়ামে ইনসানিয়াত পাবনা জেলা আমির মুফতি মাহফুজুর রহমান, বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা সাইফুদ্দিন আল আজাদ, পয়ামে ইনসানিয়াত কুষ্টিয়া জেলা শূরা সদস্য ও আদ-দাওয়াহ ইনস্টিটিউটের পরিচালক সম্রাট সালমান ফারসি, পয়ামে ইনসানিয়াত কুষ্টিয়া জেলা সমন্বয়কারী মুফতি সানাউল্লাহ, প্রচার সমন্বয়ক ও ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইব্রাহিম খলিল সহ দেশবরেণ্য আলেম, দাঈ ও চিন্তাবিদবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ‘ন্যায়বিচার, মানবিকতা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতির ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গঠনে মদিনা সনদের আদর্শ অনুসরণ সময়ের অনিবার্য দাবি। এ লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।’