বাগেরহাটে কবর স্থানের জমি নিয়ে দন্ধ

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৪:০৬ পিএম
বাগেরহাটে কবর স্থানের জমি নিয়ে দন্ধ

বাগেরহাটের বান্দারহাট এলাকায় এক প্রবাসীর দান করা কবর স্থানের জমি নিয়ে দন্ধে একধিক মামলা দায়ের হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে যে কোন সময় রক্তক্ষায়ী সংর্ঘসের আশঙ্কা করছেন এলাকাবাসি। বান্দারহাট এলাকার প্রবাসি শরিফুল ইসলাম শাওন কবরস্থানের জন্য কিছু জমিদান করলে প্রতিপক্ষ একটি প্রভাবশালী মহল কবরস্থানের নির্ধারিত জমিতে সাটানো সাইনবোর্ড রাতের আধারে ভাংচুর করলে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পৈত্রিক সম্পত্তির একটি অংশ দখল করে এক বিঘা ফসলী জমির ধান কেটে নেওয়ার এলাকার একটি প্রভাশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা বাগেরহাট জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শাহানুর রহমান শাহিন বাদি হয়ে স্থানীয় খোকা মুন্সীসহ ৮ জনের বিরুদ্ধে বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালতে একটি মামলা দায়ের করেছেন। সরেজমিন সোমবার ও প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পিতা জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শাহানুর রহমান শাহিনের ক্রয়কৃত ও পৈত্রিক ৫ একর সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। সম্প্রতি একই এলাকার সৌদি প্রবাসী মালেক হাওলাদারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার ছত্রছায়ায় থাকা লোকজন স্থানীয় আবুল কালাম চাপরাশী শাহিনুরের ১৫ শতক জমি দখল করে দোকান ঘর নির্মাণ তাদের দানকৃত কবরস্থানের জমি দখলের জন্য ছেলে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের নামে সাইনবোর্ড তুলে ফেলে দেওয়াসহ তাদের বর্গাকৃত চাষি মিজানুর রহমান বেপারী চাষাবাদকৃত এক বিঘা জমির আমন ধান জোরপূর্বক কেটে নিয়ে মিজানুর রহমানকে নাশকতা মামলা ও তার ছেলে ফরিদ বেপারীকে মিথ্যা মামলায় জড়িয়ে ৪ মাস জেল হাজত খেটেছেন বলে কৃষক মিজানুর জানান। এ ছাড়াও নিরীহ মানুষকে হয়রানি করছেন এলাকার প্রভাবশালী মালেক হাওলাদারের লোকজন। তারই ছাত্রছায়ায় থাকা স্থানীয় কতিপয় ভাড়াটিয়া বাহিনী দিয়ে ধান কাটা মৌসুম এলেই জমি থেকে জোরপূর্বক ধান কেটে নেওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে ওই প্রবাসীর পরিবারটিকে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পিতা শাহানুর রহমান শাহিন বাগেরহাট বিজ্ঞ আদালতসহ বিভিন্ন দপ্তরে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী প্রবাসীর পিতা শাহানুর রহমান শাহিন বলেন, প্রভাবশালী মালেক হাওলাদারের ছত্রছায়ায় থাকা স্থানীয় কতিপয় লোকজন তার জমির ধান কেটে নেওয়াসহ জমি দখল করে রেখেছেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জেলা শহরে অবস্থান করছি। তাদের ভয়ে কেউ মুখ খুলে কথা বলার সাহস পায়না। ন্যায় বিচারের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে মালেক হাওলাদার বলেন, ৫ বিঘা জমি নিয়ে শাহানুর রহমান শাহিন ওরফে কালুর সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। এক বিঘা জমির ধান কাটার বিষয় সঠিক নয়। ওখানে তার কোন জমি নেই। তাদের অনেক জমি বিক্রি করেছে। কিছু জমি রয়েছে। তিনি কাউকে হয়রানি করছে না।

আপনার জেলার সংবাদ পড়তে