জামালপুরে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামীর কারাদণ্ড

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩০ পিএম
জামালপুরে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামীর কারাদণ্ড

স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছে আদাল। সোমবার (১২ জানুয়ারী) দুপুরে স্বামীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম  তিনি দোষী সাব্যস্ত ব্যক্তিকে আরও ২০ হাজার টাকা জরিমানাও করেছেন। দণ্ডিত ব্যক্তির হলেন মো. আসাদুজ্জামান(৩৭),  সে  জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর হাতিভাঙ্গা গ্রামের সাদেক আলী মন্ডলের  ছেলে। মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী মোঃ ফজলুল হক পি.পি. জানায়, মামলার আসামি মো. আসাদুজ্জামান ২০১১ সালে একই জেলার বকশীগঞ্জ উপজেলার টাঙ্গারিপাড়া গ্রামের চান মিয়ার মেয়ে রোকসানা আক্তারকে বিয়ে করেন। বিয়ের দুই বছর পর তিনি ৩ লক্ষ টাকা যৌতুকের জন্য রোকসানাকে নির্যাতন শুরু করেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে আসাদুজ্জামান ৮ ডিসেম্বর, ২০১৪ তারিখে তাকে নির্মমভাবে মারধর করেন। ঘটনার পর সে তার স্বামীর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায়  ১টি মামলা দায়ের করেন। জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১) মুহাম্মদ আব্দুর রহিম ৪ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা করে তাকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন, মোঃ ফজলুল হক পি.পি. মামলার শুনানি করেন এবং আসামী পক্ষে ছিলেন, এডভোকেট নজরুল ইসলাম(৭)।