আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের নারী ভোটারদের জন্য রাজশাহীতে বিশেষ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী মহিলা কলেজের অডিটোরিয়াম রুমে ও রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, গণভোট ও নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। আপনার পছন্দের প্রার্থী কে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে তরুণ ও প্রথমবারের ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি শিক্ষার্থীদের গণভোট কে উদ্দেশ্য করে বলেন, পরিবর্তনের চাবিকাঠি আপনার হাতে। তাই যে জুলাই আন্দলনে আমরা পরিবর্তনের জন্য লড়ায় করলাম, সেই সংস্কারের জন্য হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনার পাশা পাশি আপনার আশেপাশের মানুষদের মাঝে এই বিষয়ে জানাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ এবং রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো সারোয়ার জাহান ও রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম আলী। তারা তাঁদের বক্তব্যে নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গুজব থেকে দূরে থাকার ওপর গুরুত্বারোপ করেন। এবং সংস্কারের জন্য গণ ভোটে হ্যাঁ দেওয়ার পরামর্শ দেন।
প্রচারণা অনুষ্ঠানে রাজশাহী মহিলা কলেজে ও রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা গণভোট ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে পারেন। এবং তরুণ ভোটার হিসেবে তারা গণতন্ত্র ও সংস্কারের জন্য প্রথম গণভোট হ্যাঁ এর পক্ষে দেওয়ার কথা বলেন।