বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপোষ করেননি ঃ তুহিন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৪:১০ পিএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৪:১০ পিএম
বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপোষ করেননি ঃ তুহিন

আপোষহীন দেশনেত্রী,সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি,আপোষ করেননি। গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে তিনি বারবার নির্যাতনের শিকার হয়েছেন। জেল খেটেছেন। তিনি বারবার বলেছৈন,বাংলাদেশই আমার ঠিকানা। আমি মরি-বাঁচি এদেশেই থাকবো।  সোমবার (১২ জানুয়ারি) রাতে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠণ আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা,দোয়া ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন একথা বলেন। তুহিন আরও বলেন,মানবতার মা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র,স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতির বড় ক্ষতি হয়েছে,যা কখনো পূরণ হওয়ার নয়। মথুরাপুর খেলার মাঠে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ ইয়াছিন আলী। সঞ্চালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে নিলুফার তুহিন,এ্যাড.আরিফা সুলতানা রুমা,অধ্যক্ষ আঃ রহিম কালু,ভিপি সেলিম রেজাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  এদিকে সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় প্রতিদিনই দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাসান জাফির তুহিন। 

আপনার জেলার সংবাদ পড়তে