নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এবার শীতের প্রকোপ অনেক বেশি। এ উপজেলায় ছিন্নমুল অসহায় মানুষের সংখ্যা অনেক। শীতকালে ওই সকল মানুষের কষ্টের সীমা থাকে না। শীতে জবুথবু হয়ে ওই ছিন্নমুল মানুষগুলো থাকে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে। কেউবা থাকে রেল লাইনে দাঁড় করানো ট্রেনের পরিত্যক্ত বগিতে। এদের ভাগ্যে তেমন জুটেনা গরম কাপড়। এদিকে শহরের মধ্যে রয়েছে বেশ কিছু এতিমখানা,লিল্লাহ বোর্ডিং,মাদ্রাসা,বৃদ্ধাশ্রম। এ সকল প্রতিষ্ঠানে যারা থাকেন তারা বড় অসহায়। এরাও অনেক সময় বঞ্চিত থাকে সরকারি ও বেসরকারি অনুদান থেকে। কিন্তু এ বছর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সৈয়দপুর পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি শীত নিবারণে ওই সকল প্রতিষ্ঠানে রাত ও দিনে ছুটে গেছেন। কম্বল হাতে নিয়ে তিনি ওই সকল অসহায় মানুষের পাশে গিয়ে তা বিতরণ করেন। শিশু ও বৃদ্ধ মানুষগুলোর গায়ে কম্বল জড়িয়ে দেন। পাশাপাশি তিনি শীতের কম্বল নিয়ে ছুটে গেছেন এতিমখানায়,বৃদ্ধাশ্রমে এবং মাদ্রাসায়। অতিতে সৈয়দপুরে এমন নজির চোখে পড়েনি। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন,আমরা রক্তে মাংসে গড়া সবাই মানুষ। বিপদের সময় একজন অপরজনের পাশে এসে দাঁড়াবে এটাই হওয়ার কথা। কিন্তু আমরা তা করিনা। শীতে অসহায় মানুষগুলো চেয়ে থাকে বিত্তশালীদের দিকে। তারা কখন তাদের একটু সহযোগিতা করবে। ওই অসহায় মানুষগুলোর পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে সহযেগিতার হাত বাড়িয়ে। তাহলেই আমরা একটি সুন্দর সমাজ ও দেশ গঠন করতে পারবো।