বরিশালে ইউপি চেয়ারম্যান মশিউরকে গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:০৯ এএম
বরিশালে ইউপি চেয়ারম্যান মশিউরকে গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।  মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে বাবুগঞ্জ থানার ওসি এহতেশামুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন-অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে জেলা ডিবি পুলিশ বরিশালের বাসা থেকে ইউপি চেয়ারম্যান মশিউর রহমানকে গ্রেপ্তার করে থানায় সোর্পদ করেছে। এদিকে জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পরলে দেহেরগতি ইউনিয়নসহ গোটা উপজেলাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে