দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬ উৎযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে ( স্কুল, কলেজ ও মাদ্রাসা) দুই জনকে শ্রেষ্ঠ শিক্ষক ও একজন শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় বারের মতো স্কুল ক্যাটাগড়িতে বাশঁমুড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শ্রেণী সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, মাদ্রাসা ক্যাটাগড়িতে ছাতনী রাউতারা জি এম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ হায়দার আলী ও স্কাউট শিক্ষক ক্যাটগড়িতে নন্দিপুর ডি এস দাখিল মাদ্রাসার মোঃ মনজুরুল ইসলাম। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬ উৎযাপন কমিটির বিচারক মন্ডলী উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আশরাফুল ইসলাম।