বাজিতপুরে গণভোট উপলক্ষ্যে অবহিতকরণ সভা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৪:৪২ পিএম
বাজিতপুরে গণভোট উপলক্ষ্যে অবহিতকরণ সভা

কিশোরগঞ্জের বাজিতপুুর ও কুলিয়ারচরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান গণভোট ২০২৬-এর উপলক্ষ্যে আজ সোমবার বিকেলে অবহিতকরণ সভায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এবারের নির্বাচন জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে হ্যাঁ ভোট ও আপনাদের জাতীয় সংসদ নির্বাচনের এমপিদের আপনাদের পছন্দ মতো যাকে খুশি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি বলেন, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্বানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত হয়ে সেগুলো বাস্তবায়ন করাই রাজনৈতিক দলগুলোর একমাত্র কাম্য। তিনি বলেন, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ, অফিসার ইনচার্জ এসএম শহীদুল্লাহ সহ জেলা উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ডিডিএলজি জেবুননেছা জেবু।


আপনার জেলার সংবাদ পড়তে