ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করায় সাংবাদিক সোলায়মান তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। ভুক্তভোগি সাংবাদিক সোলায়মান তুহিন বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্য। এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা তীব্র ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সাংবাদিক সোলায়মান তুহিন অভিযোগ করে জানিয়েছেন-গত ২১ জানুয়ারি দিবাগত রাতে উত্তর পালরদী এলাকার মিজানুর রহমান নিজামের শ্বশুরবাড়িতে তিনি ও কসবা এলাকার মো. বাবু মৃধা দাওয়াত খেতে যান। সেখান থেকে রাতে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে পৌর এলাকার লাখেরাজকসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে স্থানীয় ইমরান মোল্লা, কামাল সরদার ও রাশেদের নেতৃত্বে তাদের আরও ২-৩ জন সহযোগিরা পথরোধ করে। এ সময় হামলাকারীরা অর্তকিতভাবে হামলা চালিয়ে মারধর করে তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সাংবাদিক সোলায়মান তুহিন আরও জানিয়েছেন-এ ঘটনায় ওই রাতেই মিজানুর রহমান নিজাম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগ দায়েরের বিষয়টি জানতে পেরে ২২ জানুয়ারি দিবাগত রাত ১০টার দিকে উল্লেখিত হামলাকারীরা মদিনাস্ট্যান্ড এলাকায় অবস্থিত সাংবাদিক সোলায়মান তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা দোকানের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ২৫ হাজার ৭৬৫ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। হামলার বিষয়ে অভিযুক্ত ইমরান মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।