দিরাইয়ে ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ১২:৩৯ পিএম
দিরাইয়ে ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিরাই উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাকে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযান চলাকালে তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক, পিস্তলের ৮ রাউন্ড গুলি, বেশ কয়েকটি পাসপোর্ট এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন উদ্ধকৃত অস্ত্র সহ উজ্জ্বল মিয়া কে সেনাবাহিনি থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে ব্রিপিং করা হবে।