বিডিআর এর ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে সাংবাদক সম্মেলন ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। পটুয়ালী প্রেসক্লাবে অনুষ্ঠিত এ কর্মসূচী থেকে তিন দফা বাস্তবায়নের জন্য দাবী জানানো হয়। দাবী সমুহ হচ্ছে (১) পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তির দাবী জানাই।
(২) প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা (যেমন: রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি) সহ পুণরায় চাকুরীতে পূনর্বহাল বা যোগদান করাতে হবে।
(৩) তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দিতে হবে।
বক্তারা বলেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে পিলখানা নির্মম হত্যাকান্ডের পরিকল্পনাকারি ইন্দনদাতাসহ প্রকৃত হত্যাকারীদের বিচার আমরাসহ আমাদের দেশের ১৮ কোটি জনগণের প্রাণের দাবী। কিন্তু তৎকালীন সরকারের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত- প্রহসনের ১৮ টি স্পেশাল কোর্টে গণহারে গ্রেপ্তার ও অন্যায় ভাবে করা হয়। তাই ঐ অবৈধ প্রজ্ঞাপন বাতিল করতে হবে।