২শ’কৃষক-কৃষাণীর অংশ গ্রহণ

তুলা চাষ বৃদ্ধিতে কোটচাঁদপুরে উদ্বুদ্ধকরণ সভা

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫, ০২:১৭ পিএম
তুলা চাষ বৃদ্ধিতে কোটচাঁদপুরে উদ্বুদ্ধকরণ সভা

তুলাচাষ বৃদ্ধির লক্ষে পার্বত্য চট্রগ্রামের ৩ জেলার চাষীদের উদ্বুদ্ধকরণের জন্য ঝিনাইদহের কোটচাঁদপুর সিলভী জিনিং ফ্যাক্টরীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্রগ্রাম তুলা চাষ বৃদ্ধি ও কৃষকদের দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় এবং বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের সহযোগীতায় এ মতবিনিময় সভায় রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রায় ২শত কৃষক কৃষাণীসহ এলাকার কৃষকরা অংশ নেয়। শনিবার (১১জানুয়ারী) সকাল ১১টায় কোটচাঁদপুর সিলভী জিনিং ফ্যাক্টরী চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলভী জিনিং ফ্যাক্টরীর কর্ণধার তবিবর রহমান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্্রগ্রাম উন্নয়ন বোর্ডের উপসচীব জসীম উদ্দীন। তুলা চাষ বৃদ্ধিতে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন, বান্দরবান তুলাউন্নয়ন বোর্ডের সিসিডিও আলমগীর হোসেন মৃধা, খাগড়াছড়ি সিসিডিও মোজ্জাফর হোসেন, যশোহর অঞ্চলের ডিডি কামরুল হাসান, বান্দরবান জোনের সিইউও অংক্যচিংবাক, বান্দরবান জোনের সিডিও নুম্যামং মার্মা,   কোটচাঁদপুর কৃষি অফিসার জাহিদ হোসেন, উপজেলা ইউনিট অফিসার সুকান্ত মণ্ডল, সিলভী জিনিং ফ্যাক্টরী মালিক তবিবর রহমানের ছেলে আন-নূর তাইয়্যেব রহমান সাইফি, মেয়ে তাবাসসুম ফাউজিয়া ও কৃষাক কৃষাণীদের স্বার্থ তুলে ধরে আলোচনা করেন, রাঙ্গামাটির কৃষাণী রিয়া চাকমা। আলোচনা শেষে তারা সিলভী জিনিং ফ্যাক্টরী ঘুরে দেখেন।


 


আপনার জেলার সংবাদ পড়তে