আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

এফএনএস (টাঙ্গাইল): : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ০৫:৪২ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে  বিক্ষোভ সমাবেশ ও মিছিল। কওমি ওলামা পরিষদ ও ইমাম মোয়াজ্জিন পরিষদের আয়োজনে (২৯ নভেম্বর) গোপালপুরের গোহাটা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে থেকে ও আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিদের অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি গোপালপুর বাস স্ট্যান্ড চত্বর  প্রদক্ষিণ করে থানা চত্বরে দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। বক্তারা বক্তব্যে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ সহ চট্টগ্রামে আদালতে আইনজীবী হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন ইমাম মোয়াজ্জেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুফতি নাজির সিদ্দিকী, সহ-সভাপতি কওমি ওলামা পরিষদের হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, কওমি ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা শাকের আহমদ, ইমাম মুয়াজ্জিন পরিষদের সহ-সভাপতি হাফেজ নুর উদ্দিন, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মুসল্লী বৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে