ইসকনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে শুক্রবার বাদ জুম’আ বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়েত ইসলাম। সমাবেশে বন্তব্য রেখে হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাসেমী বললেন, ইসকনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে।
বক্তব্যেই তিনি আরও যোগ করে বলেন, দেশে এখন পর্যন্ত কোনো হিন্দু ভাইয়ের গায়ে একটি ফুলের টোকাও পড়েনি। ফ্যাসিবাদের দোসরদের ফাঁদে পা দেওয়া যাবে না। সমাবেশে হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব বলেন, আওয়ামী লীগ ইসকনের ওপর ভর করে আবারও আসতে চায়। কিন্তু এদেশের মানুষ তা হতে দেবে না।