ইনস্টাগ্রাম পোস্টের লাইক শেয়ার হাইড করবেন যেভাবে

এফএনএস আইটি: : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:৩৬ পিএম : | আপডেট: ২ ডিসেম্বর, ২০২৪, ০২:২৫ পিএম
ইনস্টাগ্রাম পোস্টের লাইক শেয়ার হাইড করবেন যেভাবে

বিশ্ব জুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। সেলিব্রিটি থেকে শুরু করে পরিচিত অসংখ্য মানুষকে বা পেজে ফলো করছেন। সারাদিন বেশ কয়েকটা পোস্টও করছেন। সেসব পোস্টে লাইক, কমেন্টে ভরে যাচ্ছে। পোস্টে লাইক, কমেন্ট আসলে নিশ্চয়ই আপনার ভালো লাগে। কিন্তু অন্যদের সঙ্গে যদি লাইক, কমেন্ট কতটি আসলো জানাতে না চান, তাহলে হাইড করে রাখতে পারেন। ব্যবহারকারী অনায়াসে ইনস্টাগ্রাম পোস্টের লাইক সংখ্যা ‘হাইড’ করতে পারেন। পাবলিক বা ক্রিয়েটর অ্যাকাউন্টেও এই অপশন রয়েছে। ইউজার যে পোস্টের লাইক সংখ্যা হাইড করবেন, তার ফলোয়ার্সরা শুধু সেই পোস্টের লাইক সংখ্যাই দেখতে পাবেন না। বাকি পোস্টে দেখা যাবে। একইভাবে কোনো পোস্ট কত শেয়ার হলো, তাও হাইড করে রাখা যায়। লাইক নিয়ে ইউজারদের দুশ্চিন্তার শেষ নেই। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটরদের। এর প্রভাব পড়ে কনটেন্টের উপর। তাই হাইড করে রাখতে পারেন। ইনস্টাগ্রামে লাইকের সংখ্যা হাইড করার প্রক্রিয়া খুব সহজ। সেটিংসে একটা পরিবর্তন করতে হবে শুধু। অ্যান্ড্রয়েড বা আইওএস চালিত স্মার্টফোন থেকেই এটা করা যায়। পিসি বা ল্যাপটপ থেকে করতে চাইলে ওয়েব ব্রাইজার খুলতে হবে। ইনস্টাগ্রাম পোস্টে লাইক সংখ্যা হাইড করতে ইনস্টাগ্রামে পোস্ট বা রিলসে লাইক সংখ্যা দু’ভাবে হাইড করতে পারেন ইউজার। পোস্ট করার পর বা নতুন কিছু পোস্ট করার সময়। শুধু সেটিংসে একটা পরিবর্তন হবে। প্রথমে ফোনে ইনস্টাগ্রাম খুলতে হবে। এবার ইউজার যে পোস্টের লাইক সংখ্যা হাইড করতে চান, যেতে হবে সেই পোস্টে। পোস্টের উপরের ডানদিকে রয়েছে থ্রি ডট মেনু। সেখানে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু খুলে যাবে। তাতে বেশ কিছু অপশন দেখতে পাবেন ইউজার। সেখান থেকে ‘হাইড লাইক কাউন্ট টু আদার্স’ অপশনে ক্লিক করতে হবে। তাহলে ওই পোস্টে কত লাইক হয়েছে আর কেউ দেখতে পাবে না। ইনস্টাগ্রামে নতুন কোনো পোস্ট করার সময় যদি করতে চান তাহলে ‘অ্যাডভান্সড সেটিংস’-এ গিয়ে ‘হাইড কাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই সেই পোস্টের লাইক সংখ্যা আর দেখতে পাবেন না ফলোয়ার্স বা অন্য কোনো ইনস্টাগ্রাম ইউজার।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW