ইস্কন বন্দের দাবিতে হাতিয়ায় ইসলামী আন্দোলনের গণ জমায়েত

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) : : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০২:১৮ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ইস্কন বন্দের দাবিতে হাতিয়ায় ইসলামী আন্দোলনের গণ জমায়েত

উগ্রবাদী সংগঠন ইস্কন বন্দের দাবিতে গন জমায়েত  করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকালে সংগঠনের হরনী ইউনিয়ন শাখার উদ্যোগে পরিষদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন হাতিয়া উত্তর শাখার সভাপতি আবু যর গিফারী সুমন। বক্তব্য রাখেন উত্তর শাখার সহ- সভাপতি হাজী হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুখ, ইসলামী যুব আন্দোলন সভাপতি গোলাম মাওলা, সাধারন সম্পাদক এম. আসাদুল্লাহ গালিব,  হাফেজ মইনুল ইসলাম মো: ইয়াসিন আরাফাত।

প্রধান অতিথির বক্তব্যে আবু যর গিফারী সুমন বলেন, ইস্কন একটি উগ্রবাদী সংগঠন। ইতিমধ্যে এই সংগঠনের কর্মকান্ড সারা বিশ্বে সমালোচিত হয়েছে। আমরা এই সংগঠনের কার্যক্রম বন্দের দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, ৫ আগষ্টের পর সারা দেশ স্বাধীন হলেও হাতিয়ার হরণী ইউনিয়ন স্বাধীন হয়নি। এই ইউনিয়নের পশ্চিম পাশে সন্ত্রাসী গ্রুপ রাজত্ব করছে। তারা আওয়ামীলীগ আমলে আওয়ামীলীগের, এখন তারা বিএনপি নেতা কর্মীদের সমর্থন নিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা অনেকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। মাছ ঘাটও দখল থেকে বাদ যায়নি। এক সময় এই ইউনিয়নের টাংকি বাজার ও মাইন উদ্দিন বাজারে দুটি পুলিশ ফাঁড়ি ছিল। এখন এই দুটি পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ। এতে সন্ত্রাসীরা সহজে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। আমরা এই দুটি পুলিশ ফাঁড়ির কার্যক্রম  চালু করার দাবী জানাচ্ছি।

এদিকে গণ জমায়েতকে কেন্দ্র করে হরণী ইউনিয়ন পরিষদ মাঠে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়। ইউনিয়নরে বিভিন্ন অঞ্চল থেকে দুপুরের পর পরই লোকজন এসে উপস্থিত হন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে