কাউখালীতে চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫১ পিএম
কাউখালীতে চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার। কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার এস আই রাশেদুল ইসলামের নেতৃত্বে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে এক অভিযান পরিচালনা করে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের পরিতোষ শীলের ছেলে যুবলীগ নেতা সঞ্জয় শীলকে (২৮) চাঁদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে। সঞ্জয় শীল কাউখালী উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, সঞ্জয়ের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা রয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার গ্রেফতারকৃত সঞ্জয়কে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে