গাজীপুরের কাপাসিয়ায় চট্টগ্রামে ইসকনের সদস্যরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হিন্দুত্ববাদী উগ্রবাদী জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস কাপাসিয়া শাখার উদ্যোগে ২৯ নভেম্বর শুক্রবার বিকালে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে চত্বরে এ কর্মসূচি পালিত হয়। খেলাফত মজলিসের সভাপতি মুফতি মাওলানা ইলিয়াস আহমেদের সভাপতিত্বে এবং সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের আমীর হাফেজ মাওলানা মোহাম্মদ অলি উল্লাহ, মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান গাজী, সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, মুফতি মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা আশিকুর রহমান, মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কওমী পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জালাল উদ্দিন খান, হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ, হাফেজ মাওলানা মুফতি আব্দুল গাফফার, মাওলানা মোহাম্মদ আবু বকর, মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান, মাওলানা মোহাম্মদ শামীম হাসান প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে এই জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ করার জোর দাবি জানান। দ্রুততম সময়ের মধ্যে ইসকন নিষিদ্ধ না করলে সংগঠনের নেতৃত্বে তৌহিদী জনতার পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।