জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম

কিশোরগঞ্জ আজীবন সদস্য হয়েও দীর্ঘ বছর প্রেসক্লাবে আসতে পারিনি

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০২:৫০ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কিশোরগঞ্জ আজীবন সদস্য হয়েও দীর্ঘ বছর প্রেসক্লাবে আসতে পারিনি

কিশোরগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য হয়েও আওয়ামী আমলে দীর্ঘ বছর ক্লাবে আসতে পারিনি। আজকের পরিবর্তিত পরিস্থিতিতে ক্লাবে আসতে পেরে মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। যারা এই প্রেসক্লাবের হর্তাকর্তা জাতির বিবেক সাংবাদিক ভাইগণও প্রবেশ করতে পারেননি। হামলা মামলা অচলাবস্থায় দীর্ঘ বছর প্রেসক্লাবে তালা ঝুলেছিলো। এমন পরিস্থিতিতে ছাত্র জনতা এবং রাজনৈতিকদলের আন্দোলনের ফলে মুক্ত

বাংলাদেশে সাংবাদিকরা অধিকার ফিরে পেয়েছে। প্রেসক্লাবের কার্যকরী কমিটিসহ সকল সাংবাদিক ভাইদেরকে আমি অভিবাদন জানাই। গত বুধবার  রাতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম এসব কথা বলেন।

মতবিনিমভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া,আশফাক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এড শরীফুল ইসলাম,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান,সহসভাপতি শেখ মাসুদ ইকবাল,সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী,সহ সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল,কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি,কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক মোকাররম হোসেন ভুইয়া,সাংবাদিক আমিনুল হক সাদী, এড শাহ আশরাফ উদ্দিন দুলাল,আল আক্কিল মোকাররমসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে