গজারিয়ায় মুদির দোকানে দুর্বৃত্তের আগুন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৪, ১০:১৩ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
গজারিয়ায় মুদির দোকানে দুর্বৃত্তের আগুন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি মেঘনা ভিলেজ গেট সংলগ্ন মুজার মিয়া মুদি দোকান দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই। জানা যায়, বুধবার ভোর চারটায় পার্শ্ববর্তী মসজিদের মোয়াজ্জিন আগুনে পুড়ে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার যখন ব্রাস্ট হয়ে বিশাল শব্দ হয় তখন তিনি   বের হয়ে দেখেন দোকানে  দাউ দাউ করে জ্বলছে  আগুন পরে তিনি মুদি দোকানদারকে মোবাইল ফোনে বলেন তোমার দোকানে আগুন জ্বলছে দোকানদার দোকানে আসার আগেই সমস্ত কিছু পুড়ে ছাই।  দোকানদার বলেন আমার দোকানে একটি ফ্রিজ,  প্রায় ১ লাখ টাকার মূল্যবান মালামালসহ নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই   এবং তিনি ফেল ফেল করে কাদের বলেন আমার সব শেষ হয়ে গেছে আমি এই দোকান চালিয়ে আমার সংসার চালাইতাম আমি এখন পথে নেমে গেলাম আমার আর কিছু রইল না তিনি আরো বলেন আমার কোন শত্রু নাই এই কাজকে করেছে বুঝতে পারছি না  প্রায় দোকানের মালামালসহ দুই লক্ষ টাকা ক্ষতি হয়েছে।  পরে বিষয়টি তাৎক্ষণিক গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমানকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে