গজারিয়ায় মোবাইল চোরকে ধরে থানায় সোপর্দ করলেন স্থানীয়রা

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১৫ পিএম
গজারিয়ায় মোবাইল চোরকে ধরে থানায় সোপর্দ করলেন স্থানীয়রা

মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘ দুই মাস পূর্বে মোবাইল ও নগদ টাকা চুরি'র অভিযোগে মো. রাসেল মিয়া (৩৮) নামে এক ফুল ব্যবসায়ীকে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। অভিযুক্ত রাসেল মিয়া পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বাসিন্দা নাজিমুদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ফুল বিক্রি করেন। বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ফুলের দোকান থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয়রা। জানা গেছে,কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা রাব্বি'র নানার বাড়ী গজারিয়ায়। দু মাস আগে বাবা-মায়ের সাথে তিনি গজারিয়ায় বেড়াতে আসেন। বেড়ানো শেষে নানার বাড়ী থেকে ঢাকার যাবার পথে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় একটি ফুল দোকানে ট্রাভেল ব্যাগটি রেখে পাশের দোকানে গেলে ফিরে এসে দেখে ট্রাভেল ব্যাগটি নেই। মোবাইলসহ ব্যাগটি চুরি হয়ে যায়। ওই দিনই ভুক্তভোগী বাদী হয়ে গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ট্রাভেল ব্যাগটি চুরি হওয়ার দুই মাস পর বুধবার দুপুরে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ওই ফুল ব্যবসায়ী রাসেল মিয়ার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করে রাব্বি। এসময় স্থানীয় লোকজন জড়ো হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে গজারিয়া থানায় সোপর্দ করে।

এবিষয়ে অভিযুক্ত রাসেল মিয়া জানান, তিন মোবাইল কিনেছিলেন এক যাত্রীর কাছ থেকে। সে বিপদে পড়েছে বলে বিক্রি করে। তাকে তিনি চিনি না বলে জানান।

ভুক্তভোগী রাব্বী বলেন, দুপুরে  আমি আমার বোন কে সাথে নিয়ে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলাম। এসময় ফুল ব্যবসায়ীর হাতে মোবাইলটি দেখে আমার ছোট বোন বলে ভাই ওই দেখ তোর মোবাইলের মতো। পরে আমি তার কাছ থেকে মোবাইলটি নিয়ে সনাক্ত করি। দুই মাস আগে এই দোকান থেকে ব্যাগটি চুরি হয়। ওই ব্যাগে নগদ ৫হাজার টাকা ও এই স্মার্ট ফোনটি ছিলো।

এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, দুমাস আগে ভুক্তভোগী বাদী হয়ে একটা সাধারণ ডায়েরি করেন। তিনিই চোর সনাক্ত করে রাসেল মিয়াকে থানায় সোপর্দ করে।বাদীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে