গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণ, নিহত ৪

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৪, ১১:১৯ পিএম : | আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৩ এএম
গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণ, নিহত ৪

মঙ্গলবার সকালে হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চার লিমিটেডের কারখানায় ট্রান্সমিশন লাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ২ জন।

নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী ও বাকী তিনজন আকিজের শ্রমিক।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। দায়িত্বরতরা কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করছিলেন। এ সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরের চাল উড়ে যায়। বিস্ফোরণে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা গেছেন। 

নিহতরা হলেন: মিজান গাজী (৩৬), মাহফুজ মিয়া (৩৫) ও রিয়াজ উদ্দিন (২৮)।

এএসপি আরও জানান, নিহত ডিপ্লোমা প্রকৌশলীর নাম পরিচয় পাওয়া যায়নি। বিস্ফোরণে আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। সিলেটে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে