চট্রগ্রামে হ্যান্ডবল রেফারীজ কোর্সের উদ্বোধন

এফএনএস (মোরশেদ-উল-আলম) : : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৬ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
চট্রগ্রামে হ্যান্ডবল রেফারীজ কোর্সের উদ্বোধন

চট্রগ্রামে ৪ দিন (৫ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর) ব্যাপী হ্যান্ডবল রেফারীজ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় চট্রগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের আয়োজনে চট্রগ্রাম শারীরিক শিক্ষা কলেজে বাংলাদেশ হ্যান্ডবল রেফারীজ এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ হ্যান্ডবল রেফারীজ কোর্স-২৪ এর উদ্বোধন করেন প্রধান অতিথি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডীন অধ্যাপক হায়াত হোসেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-জীবনকে আলোকিত করতে শিক্ষা অর্জন করতেই হবে। যেকোন ধরনের অপ নেশা থেকে জাতিকে বাঁচাতে শিক্ষার পাশাপাশি খেলাধূলা করাতে হবে। খেলাধূলার মাধ্যমে সুশৃংখলতা, সামাজিকতা, মর্যাদা লাভ করা যায়। খেলাধূলার মাধ্যমে বিশ্বে বা দেশে দ্রুত পরিচিতি ও প্রসার ঘটে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নাই।

চট্রগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দিন বাবর এর সভাপতিত্বে ও প্রভাষক সাইফুল্লাহ মনিরের সঞ্চালোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি আ ন ম ওয়াহিদ দুলাল, জাতীয় হ্যান্ডবল দলের কোচ ও হ্যান্ডবল কোচেস এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ নাসির উল্লাহ লাভলু, জাতীয় হ্যান্ডবল কোচ ও রেফারী উত্তম সেন গুপ্ত, বাংলাদেশ হ্যান্ডবল কোচেস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও চট্রগ্রাম জেলা হ্যান্ডবল রেফারীজ এসোসিয়েশনের সম্পাদক সোহেল আহমেদ ও সাবেক ফুটবল খেলোয়াড় মুন্না ইসলাম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি শারীরিক শিক্ষা কলেজের সকল প্রভাষকবৃন্দ সহ রেফারীজ কোর্সের প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে