পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে ২৫ মার্চ হতে দায়িত্ব পালন করছে। এই কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর-কুমিল্লা-চট্টগ্রাম জেলার সড়ক সমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকান্ড রোধে "২১ বীর" এর প্রায় শতাধিক সেনাসদস্য দায়িত্বরত রয়েছেন।
পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার লক্ষ্যে সাধারণ মানুষের এই যাত্রা যাতে সুখকর হয় সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সকল বাস মালিক সমিতি ও চালকদের ফিটনেসবিহীন গাড়ী চালনা, অধিক গতিতে গাড়ী চালনা, যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রী উঠানো, অযথা লেন পরিবর্তন, ক্লান্তি নিয়ে গাড়ী চালানো হতে বিরত থাকার অনুরোধ করেছে। এছাড়াও মহাসড়কের দুইপাশে যাতে ভাসমান দোকান স্থাপনের মাধ্যমে রাস্তা সংকীর্ণ না করা হয় সে বিষয়ে চাঁদপুর-কুমিল্লা-চট্টগ্রাম সড়কের পাশে অবস্থিত সকল বাজার মালিক সমিতিকে বিশেষ অনুরোধ জানাচ্ছে।
উল্লেখ্য, ঘরমুখী মানুষের ঈদ যাত্রায় বিঘ্ন ঘটে এমন কোন কারণ প্রতিহত করার লক্ষ্যে সেনাবাহিনী তার মেজিস্ট্রেসী ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে। 'সমরে ও শান্তিতে সর্বত্র দেশের তরে' এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী অতীতে জনগনের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকতে বদ্ধ পরিকর।