নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পরিবেশ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় -এর উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার ও ঠাকুর বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় বিসমিল্লাহ পারফিউমারি নামক একটি গোডাউন থেকে প্রায় ৫২৫ কেজি (পাঁচশত পঁচিশ কেজি) এবং ভাই ভাই স্টোর, উত্তম স্টোর ও হাজী ক্লথ স্টোর নামক নামক ৩টি দোকান থেকে প্রায় ২৫০কেজি (দুইশত পঞ্চাশ কেজি) অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
অবৈধ পলিথিন বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ৪ দোকান এর মালিককে প্রায় ১৮০০০/-(আঠার হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। শাহরাস্তি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এছাড়া "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প" এর আওতায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘনের ওয়ারুক বাজার এলাকায় মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ১টি বাসে ২০০/- (দুইশত) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ০২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক মো: হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানে আইন শৃংখলা রক্ষায় শাহরাস্তি থানার পুলিশ টীম সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।