ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, উভয় দেশে জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে চাঁদপুরে বামগণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ৪ ডিসেম্বর,বুধবার, বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয়। এদিন শহরের চিত্রলেখার মোড়, শপথ চত্বর ও পালবাজার মোড়ে এই সমাবেশ হয়। প্রত্যেকটি স্পটে মিছিল সহকারে অবস্থান নেয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী।
বক্তব্য রাখেন, জেলা বাসদের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন। একাত্নতা জানিয়ে বক্তব্য রাখেন সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক কমরেড আজিজুর রহমান। সমাবেশ পরিচালনা করেন জেলা বাসদ সদস্য কমরেড জিএম বাদশা।
বক্তারা বলেন, সম্প্রতি ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা করা হয় এবং জাতীয় পতাকা অবমাননা করা হয়। এর রেশ ধরে বাংলাদেশেও ভারতের জাতীয় পতাকা অবমাননা করা হয়। উভয় দেশের ধর্মীয় উগ্রবাদীদের এহেন কর্মকান্ড ঘৃণিত ও ন্যাক্কারজনক কাজ। এর ফল নৈরাজ্য ও অরাজকতা ছাড়া কিছুই নয়। অবিলম্বে উভয় দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ও জাতিসংঘের প্রতি আহবান জানান। উভয় দেশের জনগণের মধ্যে দৃঢ ঐক্যের জন্য জনগণকে অনুরোধ করেন।
বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি কোনভাবেই বিনষ্ট হতে দেয়া যাবে না। মহান মুক্তিযুদ্ধের অন্যতম মূলনীতি 'অসাম্প্রদায়িকতা'।