চাঁদপুর প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ ২০২৫ অভিষেক অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৪ পিএম
চাঁদপুর প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ ২০২৫ অভিষেক অনুষ্ঠিত

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, সাংবাদিকদের সত্য লিখতে কোন বাঁধা নেই। তবে মানুষ যাতে লেখনী থেকে ভুল বার্তা না পায় সেদিকে সতর্ক থাকার অনুরোধ। অবশ্যই সোর্স থেকে প্রাপ্ত তথ্য সঠিক কিনা সংবাদ লিখে প্রেরণের আগে তা যাচাই-বাছাই করতে হবে। ১৮ জানুয়ারি শনিবার রাতে চাঁদপুর প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে ক্লাব মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে অভিষেককে ঘিরে কেককাটা হয় এবং এর পরই প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের সবাইকে ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত করা হয়। প্রেসক্লাব সভাপতি রহিম বাদশার সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব পিপিএম,চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর মোঃ আশিকুর রহমান আশিক, আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধিত ও সম্মাননাপ্রাপ্ত অতিথি জাতীয় পর্যায়ে সমবায় অঙ্গনের শ্রেষ্ঠ সমবায়ক মোঃ জসিম উদ্দিন শেখ ও ইয়র্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল বিন বাশার, প্রেসক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক দেলোয়ার আহমেদ, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির (যুগান্তর) মাহবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর  প্রবাহের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক নিলুফা আক্তার, টেলিভশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ চৌধুরী ইয়াসিন ইকরাম, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন লিটন, সদস্য মুনির চৌধুরী,সদস্য জিএম শাহিন, ফারুক আহমেদ, এম ইউনুছ উল্লাহ, আঃ শুক্কুর মস্তান, কোষাধ্যক্ষ কেএম সালাহউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, লক্ষণ চন্দ্র সুত্রধর প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য ও তাদের পরিবার-পরিজন,পেশাজীবী নেতৃবৃন্দ ও সুধীমহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং সবাইকে নিয়ে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে