চাঁদপুর শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে ১৬৫তম বাৎসরিক উৎসব শুরু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৩ পিএম
চাঁদপুর শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে ১৬৫তম বাৎসরিক উৎসব শুরু

এয়োদশী ১৬৫ তম বাৎসরিক উৎসব শুরু হয়েছে। শ্রীশ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে পাঁচ দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ আয়োজন করা হয়। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ উৎসব। এই আয়োজনে শ্রীমদ্ভাগবত পাঠসহ শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ব্রাহ্মমুহুর্তে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ শুভারম্ভ। বুধ,বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যন্ত (১২,১৩,১৪ ও ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ ইং) ৪০ প্রহর ব্যাপী অখন্ড  শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ। রোববার ১৬ ফেব্রুয়ারি সূর্য উদয়ে নামযজ্ঞ সমাপনী ও কুঞ্জভঙ্গ,কীর্তন সহযোগে নগর পরিভ্রমণ, দধিভাণ্ড ভঞ্জন জলকেলি ও শান্তিবারি গ্রহণ।মধ্যাহ্নে  স্বপার্ষদ,মহাপ্রভুর ভোগারাধনা ও ভোগারতি অন্তে দুপুর দুইটায় মহাপ্রসাদ বিতরণ। এছাড়া উৎসব চলাকালীন প্রসাদের ব্যবস্থা রয়েছে। শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলারস পিপাসু ভক্তবৃন্দকে উক্ত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনম্র চিত্তে প্রার্থনা জানিয়েছেন মন্দির কমিটির পক্ষে সভাপতি শ্রী সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক শ্রী শিমুল কুমার সাহা। প্রসঙ্গত, উৎসবে মহানাম সুধা (কীর্ত্তন) পরিবেশন করবেন - খুলনার কমল কৃষ্ণ সম্প্রদায়, সাতক্ষীরার শ্রী নন্দকিশোর সম্প্রদায়, খুলনার পার্থ সারথি সম্প্রদায়, চাঁদপুরের শ্রীরাম শঙ্খ সম্প্রদায়, বরিশালের ব্রজ বৃন্দাবন সম্প্রদায় ও মতলবের কিশোর গোপাল সম্প্রদায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে