রাজশাহীর চারঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে সহপাঠীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মামলা করলে চারঘাট মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ওই কিশোরের বাড়ি চারঘাট উপজেলার শিবপুর এলাকায়। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ও ভুক্তভোগী একই বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করেন। একসাথে পড়াশোনার সুবাদে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত রবিবার ওই কিশোর ফোন করে কিশোরীকে বানেশ্বর মোড়ে ডেকে নেয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাড়িতে নিয়ে যায়। সেদিন কিশোরের বাড়ির পাশে একটি ইসলামি জালসা অনুষ্ঠিত হওয়ায় বাড়িতে তার বাবা-মা কেউ ছিলেন না। এ সুযোগে কিশোরীকে তার ইচ্েেছর বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ওই কিশোর। পরবর্তীতে রাত ১১.৩০ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে বাড়ির গেটে তালা লাগালে কিশোর কৌশলে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। ভুক্তভোগীর বাবা মামলার বাদী জানান, অভিযুক্তের বাবা প্রভাবশালী। ঘটনার পর থেকেই মীমাংসা করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছিল। এজন্য মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে। চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক বলেন, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।