টঙ্গীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

এফএনএস (মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি) : : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ০৫:৩২ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
টঙ্গীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

গাজীপুরের টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাসিক ৪৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার বাদ আসর টিএন্ডটি এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক এম. মনজুরুল করিম রনি। ওয়ার্ড বিএনপির সভাপতি নূর -ই মোস্তফা খানের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সঙ্গে পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।  এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন,  পূর্ব থানার যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক। অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন ওমর ফারুক প্রিন্স,  আবু ইউনুস লিটন ও মিজানুর রহমান বেপারি প্রমুখ। প্রধান অতিথ তার বক্তব্যে বলেন,  ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ যাতে জার্সি বদল করে বিএনপিতে ঢুকতে না পারে সেদিকে সবাইকে কঠোর নজর দাড়ি রাখতে হবে।  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের কল্যাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। পরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।  শেষে ৪৭ নং ওয়ার্ড বিএনপি'র কার্যালয় উদ্বোধন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে