গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় দুটি ওয়াশিং কারখানার মধ্যে ভাড়াটিয়া উচ্ছেদ ও বকেয়া ভাড়া সংক্রান্ত একটি মামলায় স্বাক্ষী হওয়ায় এক ব্যবসায়ীকে গালমন্দ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে বিসিক এলাকায় সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী ব্যবসায়ী মুমিন উল্লা। অভিযুক্ত ব্যক্তিরা ওই ব্যবসায়ীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালায় এবং চাঁদা দাবি করে। পরে অভিযুক্ত কাজী মোস্তাফিজুর রহমান ও শামীমা খানম বেবির বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। ব্যবসায়ী মুমিন উল্লা জানান, টঙ্গী বিসিক এলাকার আবেদিন ওয়াশিং প্লান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান ভূঁইয়া এবং মদিনা ওয়াশিং এন্ড ডায়িং ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোস্তাফিজুর রহমানের মধ্যে ভাড়াটিয়া উচ্ছেদ ও বকেয়া ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে গাজীপুর আদালতে একটি মামলা চলমান রয়েছে। এ মামলায় তিনি একজন রাজস্বাক্ষী। ওই মামলায় কোনো প্রকার স্বাক্ষী প্রদান না করতে কাজী মোস্তাফিজুর রহমান তাকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছেন। একপর্যায়ে মুমিন উল্লাকে গালমন্দ, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন। এমনকি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে জড়িয়ে নামসর্বস্ব একটি অনলাইন টেলিভিশনে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে সম্মানহানী ঘটায়। এব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত কাজী মোস্তাফিজুর রহমান বলেন, আমি একটি মিটিংয়ে আছি, পড়ে কথা বলবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহ আলম দুলাল,এনায়েত হোসেন প্রমুখ।