নিত্যপ্রয়োজনীয় পণ্যর অস্বাভাবিক মুল্যে বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে কনজুমার অ্যাসোসিয়েশন(ক্যাব) মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (২ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মঞ্জু রাণী প্রামানিক।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কনজুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, যুগ্মসাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন,কমিউনিস্ট পার্টির টাঙ্গাইল সদর উপজেলার সভাপতি নাছিমুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি ও সাপ্তাহিক সমাজ চিত্র পত্রিকার সম্পাদক মামুনুর রহমান মামুন সহ দৈনিক নবচেতনা'র জেলা প্রতিনিধি এস,এম আতোয়ার রহমান ও আমার সময় প্রত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যর মুল্যে বেড়েছে যা জনজীবনে চাপ সৃষ্টি করেছে। তারা বলেন, মৌসুমেও সবজির বাজার অস্থির যা দুই মাস আগেও স্বাভাবিক ছিলো। দ্রুত অসাধূ ব্যবসায়ীদের কারসাজী ভেঙে দ্রব্য মুল্য সহণীয় পর্যায় রাখার জন্য জোর দাবি জানান তারা।
এসময় মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।